
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সম্মানে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ এপ্রিল ব্রঙ্কসের খলিল হালাল চায়নিজ মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়।
নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী এবং সুন্দরবন মিট অ্যান্ড ফিস-এর মালিক স্বপন তালুকদারের উদ্যোগে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
স্বপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গাজী মেজবাউল হোসেন সাচ্চু তার বক্তৃতায় নেতাকর্মীদেরকে স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সবাইকে কাজ করে যেতে হবে। কারণ শেখ হাসিনা সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
ইফতার পার্টিতে আরও উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার, বাবুল হাওলাদার, ফারুক তালুকদারসহ আরও অনেকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।