Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

দ্য ব্রিজ-এর উদ্যোগে অ্যানুয়াল ইউনাইটেড ইন্টারফেইথ সেলিব্রেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:১১, ১২ এপ্রিল ২০২২

দ্য ব্রিজ-এর উদ্যোগে অ্যানুয়াল ইউনাইটেড ইন্টারফেইথ সেলিব্রেশন

দ্য ব্রিজ মাল্টিকালচারাল অ্যান্ড অ্যাডভোকেসি প্রোজেক্টের উদ্যোগে অ্যানুয়াল ইউনাইটেড ইন্টারফেইথ সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ এপ্রিল রোববার ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এভিনিউতে জাকজমকভাবে এই আয়োজন সম্পন্ন হয়।

কাকতালীয়ভাবে ইহুদি ধর্মীয় উৎসব পাসোভার, খ্রীস্টান ধর্মের ইস্টার এবং মুসলমানদের রামাদান উদযাপিত হচ্ছে চলতি এপ্রিল মাসে। এ উপলক্ষে গতকালের ছুটির দিনে এমন আয়োজন করে দ্য ব্রিজ। 

এতে বিভিন্ন ধর্মের প্রথিতযশা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে অবস্থানরত হাইতির কনসাল জেনারেল লাউচার জ্যাকু। বক্তারা সবাই ভালোবাসা এবং ঐক্যের কথা বলেছেন। 

এছাড়া ধর্মীয় কমিউনিটিগুলোর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন বক্তারা। আলোচনার পর বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য সুস্বাদু ও  হালাল খাবারের ব্যবস্থা করা হয়েছিল।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ