
নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল আহনাফ নিউইয়র্ক। কমিউনিটির পরবর্তী প্রজন্মকে কোরআন তথা ইসলামের আলোয় আলোকিত করতে দারুণ ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি।
এতদিন অনলাইনে ধর্মীয় বিভিন্ন কোর্স পরিচালনার মাধ্যমে নিজেদের কার্যক্রম চালিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এবার ব্রঙ্কসে আনুষ্ঠানিকভাবে সরাসরি তথা ইন-পারসন কার্যক্রম শুরু করেছে দারুল আহনাফ নিউইয়র্ক।
গতকাল ৮ এপ্রিল এই কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের পাশাপাশি দারুল আহনাফের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এক বার্তায় প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট রশিদ জামিল এবং প্রিন্সিপাল হামিদুর রহমান আশরাফ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে নতুনভাবে পথ চলার শুরুতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।