
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ থেকে আগামী প্রাইমারী নির্বাচনে ডেম্যোক্র্যাট দলীয় ডিস্ট্রিক্ট লিডার পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন শাহ নাওয়াজ। সেই ঘোষণার পর বিভিন্ন অনুষ্ঠানে কমিউনিটির কাছে ভোট প্রার্থনা করছেন তিনি।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি কমিউনিটির সুপরিচিত দ্বীনি প্রতিষ্ঠান আরাফা ইসলামিক সেন্টারের মুসল্লিদের সমর্থন কামনা করেছেন।
জ্যামাইকার এই মসজিদটিতে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন স্তরের লিডার, অ্যাক্টিভিস্ট এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
শাহ নাওয়াজ বলেন, আমি দীর্ঘদিন ধরেই নিজের সাধ্য অনুযায়ী কমিউনিটির সেবা করার চেষ্টা করে যাচ্ছি। এবার আমাকে সমর্থনের মাধ্যমে আরও কাজ করার সুযোগ দিতে পারেন আপনারা। আমার প্রত্যাশা, আপনার ম্যান্ডেট পেয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।