
মুক্তিযুদ্ধের সময় আজ থেকে ৫০ বছর আগে বাংলাদেশিদের সহায়তার জন্য নিউইয়র্কেও মেডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিলো ‘বাংলাদেশ কনসার্ট’। সেই একই স্থানে আগামী ৬ মে গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।
এই কনসার্টে যোগ দিচ্ছে বিশ্ববিখ্যাত ব্যান্ড স্কর্পিয়ন্স ও বাংলাদেশের চিরকূট। গত ৪ এপ্রিল থেকে অনলাইনে মিলছে কনসার্টটির টিকিট।
সংগ্রহ করা যাবে টিকিট মাস্টার ডটকম থেকে। গত ২ এপ্রিল বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব তথ্য জানিয়েছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।