Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ফ্লোরিডায় চালু হলো বাংলাদেশ কনস্যুলেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫৬, ৯ এপ্রিল ২০২২

ফ্লোরিডায় চালু হলো বাংলাদেশ কনস্যুলেট

ফ্লোরিডায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের দাবি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আড়াই যুগ আগের প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ কনস্যুলেট। 

গতকাল ৭ এপ্রিল মায়ামিতে কেক কেট এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। নতুন কন্সুলেট অফিস উদ্বোধনের জন্যে পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 

ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ছাড়া মায়ামির আশপাশের কয়েকটি সিটির মেয়ররা উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। 

প্রসঙ্গত, নতুন এ কন্সুলেটের দায়িত্ব পালনের জন্য কয়েক মাস আগেই ইকবাল আহমেদকে কনসাল জেনারেল হিসেবে নিয়োগ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ