
আমেরিকা প্রবাসীদের সবচেয়ে পুরোনো ও বিশ্বস্ত টাকা পাঠানোর বাংলাদেশি প্রতিষ্ঠান সানম্যান গ্লোবাল এক্সপ্রেস। প্রতিষ্ঠানটি জ্যাকসন হাইটসে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে।
গত ১ এপ্রিল প্রিমিয়াম রেস্টুরেন্ট বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এই উদ্বোধন সম্পন্ন হয়। প্রতিষ্ঠানটি বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান এবং পশ্চিম আফ্রিকায় ১৯৯৮ সাল থেকে টাকা পাঠিয়ে আসছে।
সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের প্রেসিডেন্ট মাসুদ রানা তপন বলেন, আমাদের সকল শাখা এবং এজেন্ট লোকেশন থেকে গ্রাহকেরা বাংলাদেশে মোবাইল বিকাশে টাকা পাঠাতে পারবেন।
‘এছাড়া খুব শিগগিরই মোবাইল ওয়ালেটের মাধ্যমেও গ্রাহকেরা টাকা পাঠাতে পারবেন।’
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।