Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার মনোনয়ন বিক্রি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৩, ৬ এপ্রিল ২০২২

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার মনোনয়ন বিক্রি

যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার নির্বাচন ঘিরে কার্যকরী পরিষদের ১৯ পদে ৩৭টি মনোনয়ন পত্র বিক্রি করা হয়েছে। এতে সংগঠনের আয় হয়েছে ৫ হাজার ৫৫০ ডলার। 

গতকাল ৩ এপ্রিল নিউইয়র্ক সিটির উডসাইডের গুলশান ট্যারেসে এসব মনোনয়নপত্র বিক্রি করে নির্বাচন কমিশন। সম্ভাব্য ‘বদরুল-মইনুল’ প্যানেলের পক্ষ থেকে সভাপতি পদপ্রার্থী বদরুল হোসেন খান এবং সাধারণ সম্পাক পদপ্রার্থী মইনুল ইসলামসহ অন্যান্য প্রার্থীর উপস্থিতিতে মনোনয়নপত্র ক্রয় করা হয়।

এছাড়াও একক প্রার্থী হিসেবে মনোনয়ন ক্রয় করেন শাহ মিজান, আবুল ফজল লিটন, দরুদ মিয়া রনেল, সাইফুল ইসলাম, সারোয়ার হোসেন, ফয়সাল আহমেদ। 

প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিমের নেতৃত্বে কমিশনের অপর দুই সদস্য মিনহাজ আহমদ ও সাব্বির হোসেন মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমে অংশ নেন। 

প্রসঙ্গত, তফসিল মোতোবেক আগামী ৮ মে মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ভোট গ্রহণ আগামী ৫ জুন। ১১ হাজারেরও বেশি ভোটার এই নির্বাচনে ভোটদান করবেন বলে আশা করা হচ্ছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ