
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সুবিধা দেওয়া হবে নিউইয়র্কের বাংলাদেশ কনসুলেটে। এই ঘোষণা দিয়েছেন কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম।
জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে গত ২৯ মার্চ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মনিরুল ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধারা কনস্যুলেটে কোনো কাজে গেলে যথাযথ সম্মান পাবেন এবং তাদের কাজ দ্রæত শেষ করে দেওয়া হবে।
অন্যদের চেয়ে সকল সেবার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র শাখার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম সচিব নাসির উদ্দিন ও শোয়েব আবদুল্লাহসহ আরও অনেক মুক্তিযোদ্ধা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।