Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

এরিক এডামসের উপদেষ্টা ও ডেপুটি কমিশনারকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৬, ৩ এপ্রিল ২০২২

এরিক এডামসের উপদেষ্টা ও ডেপুটি কমিশনারকে সংবর্ধনা

সম্প্রতি নিয়োগ পাওয়া নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের সিনিয়র উপদেষ্টা আহসান ছুগতাই ও ডেপুটি কমিশনার দিলিপ চৌহানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘ফাইট ফর ইউর রাইটস’ শ্লোগান নিয়ে প্রতিষ্ঠিত ‘দ্য রাইজ আপ নিউইয়র্ক’ এই সংবর্ধনার আয়োজন করে। 

গত ২৯ মার্চ সন্ধ্যায় সিটির ফ্রেস মেডোর সিরাজী ক্যাফেতে আয়োজনটি সম্পন্ন হয়। ‘মিট গ্রীট এন্ড সেলিব্রেট ইভেন্ট’ শীর্ষক ব্যতিক্রমী এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হুমায়ুন কবীর, কারাম চৌধুরী, সংগঠনের কো ফাউন্ডার শামসুল হক, মেয়রের ঘনিষ্ট বন্ধু জুহেব চৌধুরীসহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন এরশাদ সিদ্দিক। 

আহসান ছুগতাই ও দিলিপ চৌহানকে বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সম্মাননা তুলে দেন কমিউনিটি লিডার গিয়াস আহমেদ, শাহ নেওয়াজ, ফাহাদ সোলায়মান, জামিল সারোয়ার, রাশেদুল মালিকসহ আরও অনেকে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ