
ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা তথা ফোবানার স্টিয়ারিং কমিটিতে নতুন করে আরও ৯ জন সদস্যকে সংযোজন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান আলী ইমাম। তিনি বলেন, ২০২২ সালের মন্ট্রিল ফোবানা সম্মেলনকে সফল করার লক্ষ্যে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী স্টিয়ারিং কমিটিতে এই নতুন অন্তভর্‚ক্তি হয়েছে।
কমিটিতে যারা যুক্ত হয়েছেন, তারা হলেন- নিউইয়র্ক থেকে হাসানুজ্জামান হাসান, খন্দকার ফরহাদ, সৈয়দ এনায়েত আলী এবং আসেফ বারী টুটুল।
নিউ জার্সি থেকে তৈমুর জাকারিয়া, মেরিল্যান্ড থেকে হাসান চৌধুরী, ভার্জিনিয়ার নেসার আহমেদ ও কামরুন কনা এবং পেনসিলভেনিয়া থেকে রফিকুল আমিন ভূঁইয়াকে সংযোজন করা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।