
যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি-আমেরিকান সিটি মেয়র মাহবুবুল আলম তৈয়বকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সমিতি। গত ২৬ মার্চ নিউইয়র্ক সিটির ব্রæকলিনের চট্টগ্রাম ভবনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম প্রবাসীদের মিলনমেলা তৈরি হয়।
পেনসিলভেনিয়া স্টেটের মিলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব চট্টগ্রামের সন্তান।
চট্টগ্রাম সমিতির সভাপতি মোহাম্মদ আহসান হাবিবের সভাপতিত্বে সম্বর্ধনা সমাবেশের প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া। তিনি তার বক্তব্যে মেয়র তৈয়বকে প্রবাসের সম্মুখযোদ্ধা হিসেবে অভিহিত করেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।