
ব্রঙ্কসে প্রি-রামাদান ডিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দ্য মুসলিম অ্যান্ড ইমিগ্রেন্ট কোয়ালিশন, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তথা এনওয়াইপিডি এবং ব্রঙ্কস কমিউনিটি কাউন্সিলের উদ্যোগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
গতকাল ২৮ মার্চ এনওয়াইপিডি ব্রঙ্কস বোরো কমান্ড হলে এই ডিনার ও আলোচনা সভা পরিচালিত হয়। নাগরিক নিরাপত্তা শীর্ষক এই আলোচনা সভায় বক্তব্য রাখেন এনওয়াইপিডির কয়েকজন কর্মকর্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইমাম, ইসলামিক নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের বিশিষ্টজন।
জননিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে তারাও মতামত ব্যক্ত করেছেন। অনুষ্ঠানটি আয়োজনে মূল উদ্যোক্তা ছিলেন সাব্বির গুল।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।