প্রথম আলো উত্তর আমেরিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে এক আড়ম্বর আয়োজন সম্পন্ন হয়েছে। গতকাল ২৭ মার্চ বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিউইয়র্কের কুইন্সের আগ্রা প্যালেস পরিণত হয় বিশিষ্টজনদের মিলনমেলায়।
এই সময়ের মধ্যে একে একে শুভেচ্ছা জানাতে আসেন অতিথিরা। ভালোবাসা জানানোর পাশাপাশি তুলে ধরেন তাঁদের মূল্যায়ন-অভিব্যক্তি। সম্পাদক ইব্রাহিম চৌধুরীর নেতৃত্বে প্রথম আলোর উত্তর আমেরিকার টিম অতিথিদের বরণ করে নেন।
অনুষ্ঠানে বিশিষ্টজনকে সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননা পেয়েছেন কুইনস ডিসট্রিক্ট অ্যাটর্নি ম্যালিন্ডা কার্টজ, কমিউনিকেশন ওয়ার্কারস অব আমেরিকা সিডব্লিউ ১১৮২-এর ভারপ্রাপ্ত প্রশাসক রিকি মরিসন এবং প্রফেসর ডা. জয়াউদ্দিন আহমদকে।
এছাড়া বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের দুই বীর কণ্ঠযোদ্ধা শহীদ হাসান এবং রথীন্দ্রনাথ রায়কে জানানো হয় বিশেষ সম্মাননা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।