
এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার তথা অ্যাসাল-এর ব্রঙ্কস চ্যাপ্টারের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ২২ মার্চ ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনেটে সংখ্যাগরিষ্ট ডেমোক্র্যাটিক পার্টির দলনেতা সিনেটর চাক শুমার।
এছাড়া ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন, সিনেটর লুইস সেপুলভিদা, কাউন্সিলওমেন আমান্ডা ফারিয়াজ এবং এ্যাসেম্বলি ওম্যান কারিনাজ রেইজসহ ব্রঙ্কস কুইন্সের বেশ কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সূচনা বক্তব্য রাখেন ব্রঙ্কস চ্যাপ্টারের বর্তমান সভাপতি সৈয়দ তাহমিদুল হক, সাধারন সম্পাদক ইব্রহিম বারো ভূইয়া, এ্যাসালের কেন্দ্রীয় সভাপতি মাফ মেসবাহ উদ্দিন, কেন্দ্রীয় সাধারন সম্পাদক করীম চৌধুরী, লং আইল্যান্ড চ্যাপ্টারের সভাপতি ড. মুজিবুল হক, আলবেনি চ্যাপ্টারের সভাপতি প্রফেসর মিজানুর রহমান।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।