
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলা প্রেসক্লাব মিশিগানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ মার্চ মিশিগান শহরের আলাদিন রেষ্টুরেন্টে এই আয়োজন সম্পন্ন হয়।
সংগঠনের আহ্বায়ক সৈয়দ শাহেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শামীম আহছান, সেলিম আহমদ, চিন্ময় আচার্য্য, মোস্তফা কামাল, কামরুজ্জামান হেলাল, ফারজানা চৌধুরী পাপড়ি, আশিকুর রহমান, তোফায়েল রেজা সোহেল, সাহেল আহমেদ, মাহফুজুর রহমান শাহীনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতায় মিশে আছে ৩০ লাখ শহীদের রক্ত। আমাদের এই ইতিহাস বিদেশ বিভুইয়ে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে জানতে হবে। আর এজন্য প্রত্যেকেরই দায়িত্বশীল ভূমিকা রয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।