
মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা তথা মুনার ব্রুকলিন ইস্ট চ্যাপ্টারের উদ্যোগে ওয়েলকাম রামাদান প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ মার্চ বাইতুল মামুর জামে মসজিদে সফলভাবে এই আয়োজন সম্পন্ন হয়।
চ্যাপ্টার প্রেসিডেন্ট বেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুতাসিম বিল্লাহ সিরাজীর উপস্থাপনায় প্রোগ্রামের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কোরআন একাডেমি ফর ইয়াং স্কলার্সের শিক্ষার্থীরা।
এরপর সালাহউদ্দিন রাসেলের নেতৃত্বে ইসলামী সংগীত পরিবেশন করে উম্মাহ শিল্পী গোষ্ঠী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুনার দাওয়াহ ডিরেক্টর অধ্যাপক ড. রুহুল আমিন।
এছাড়া আরও বক্তব্য রাখেন মুনার মজলিসে শুরার সদস্য অধ্যাপক ড. নাকিবুর রহমান তারেক ও মুনার সাউথ জোন সেক্রেটারি মাওলানা এমদাদুল্লাহ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।