
ট্রাই-স্টেট ইমাম কাউন্সিলের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি নিউইয়র্কে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এই কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দাউদ খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শায়েখ ওসামা সালহিয়া।
ট্রাই-স্টেট ইমাম কাউন্সিল একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা ইমাম এবং মুসলিম স্কলারদের নিয়ে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় নতুন কমিটিও মুসলিম স্কলারদের উৎকর্ষ সাধনে কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নতুন প্রেসিডেন্ট-সেক্রেটারি দাউদ খান এবং ওসামা সালহিয়া বলেন, পুরনো কমিটির কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা ট্রাই-স্টেট ইমাম কাউন্সিলকে এগিয়ে নিতে চাই। এই যাত্রায় সবার দোয়া কামনা করছি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।