
ব্রঙ্কসের স্টার্লিং এলাকার বাসিন্দা মরহুম হাজী ইয়াসিন আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে গত ২০ মার্চ এই আয়োজন সম্পন্ন হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন পার্কচেষ্টার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা মইনুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পিতার ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন মরহুম ইয়াসিন আলীর ছেলে কমুউনিটি এ্যাক্টিভিষ্ট জাহাঙ্গীর আলম সাইফুল।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাবাজার মসজিদের সাবেক সাধারণ সম্পাদক এম এ হাসান, মার্কস হোম কেয়ারের ম্যানেজার আলমাস আলী, কমুউনিটি এ্যাক্টিভিষ্ট আব্দুস শহীদ, মঞ্জুর চৌধুরী জগলু, তোফায়েল চৌধুরী, বাংলাবাজার জামে মসজিদের ট্রেজারার মোহাম্মদ ইকবালসহ আরও অনেকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।