
এস্টোরিয়ায় অবস্থিত আল আমিন জামে মসজিদের উদ্যোগে পবিত্র শবে বরাত উদযাপন করা হয়েছে। গত ১৭ মার্চ আসরের নামাজের পর থেকে শুরু হয়ে পরদিন ফজর পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। আসরের পর থেকে মাগরেব পর্যন্ত ছিল সম্মিলিত খতমে কোরআন।
মাগরেবের পর ছিল শবে বরাতের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা। এরপর মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত, ব্যক্তিগত ইবাদত, সেহেরি বণ্টন এবং বিশেষ জিকির।
শবে বরাত সম্পর্কিত আলোচনা করেন আল আমিন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা লুৎফুর রহমান চৌধুরী। সভাপতির বক্তব্যে মসজিদ কমিটির সভাপতি মো. জয়নাল আবেদীন উপস্থিত মুসল্লিদের ধন্যবাদ জানান।
মধ্যরাতে সেহেরির পূর্বে বিশেষ জিকির ও দোয়া পরিচালনা করেন মসজিদটির সহকারী ইমাম মাওলানা নেছার আহমেদ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।