
ব্রঙ্কসের ২১৬৫ স্টারলিং-বাংলাবাজার এলাকায় বাঙালি মালিকানায় হাসান সুপার মার্কেটের যাত্রা শুরু হয়েছে। গত ১৮ মার্চ বিকেলে তরুণ ব্যবসায়ী রিয়াজুল হাসান জনির মালিকানাধীন হাসান সুপার মার্কেট হালাল মিট অ্যান্ড ফিশের উদ্বোধন হয় বর্ণাঢ্য আয়োজনে।
বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলওমেন আমান্ডা ফারিয়াজ।
বিগত ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারি নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮-এর কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার অতিথিসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।