
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ মার্চ উডসাইডের গুলশান ট্যারেস পার্টি হলে এই আয়োজন সম্পন্ন হয়।
এতে প্রেসক্লাবটির নব-নির্বাচিত কমিটি এবং এর সাবেক অনেক দায়িত্বশীল ছাড়াও অন্তত ডজনখানেক মূলধারার জনপ্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন। নতুন কমিটির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন দিমা নেফারতিতি ওসাদিয়া খন্দকার।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবু তাহের এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ারুল ইসলাম।
এছাড়া কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি শেখ সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, অর্থ সম্পাদক রশীদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলায়মান, প্রচার ও দপ্তর সম্পাদক মাহাথির খান ফারুকী।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন- ডা. ওয়াজেদ এ খান, ফরিদ আলম, সালাহ উদ্দিন আহমেদ, রওশন হক এবং জাহিদুর রহমান। এই কমিটির অভিষেক উপলক্ষে চমৎকার একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।