
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে আগামী ১৯ মার্চ। আয়োজনটি সম্পন্ন হবে উডসাইডের গুলশান ট্যারেস পার্টি হলে। এতে প্রেসক্লাবটির নব-নির্বাচিত কমিটির পাশাপাশি সাবেক অনেক দায়িত্বশীল উপস্থিত থাকবেন।
এক বার্তায় নতুন কমিটির সভাপতি আবু তাহের এবং সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার বিনীত অনুরোধ করেছেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া নব-নির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি শেখ সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, অর্থ সম্পাদক রশীদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলায়মান, প্রচার ও দপ্তর সম্পাদক মাহাথির খান ফারুকী।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন- ডা. ওয়াজেদ এ খান, ফরিদ আলম, সালাহ উদ্দিন আহমেদ, রওশন হক এবং জাহিদুর রহমান।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।