Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

প্রবাসী মতলব সমিতির বর্ণাঢ্য অভিষেক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৩, ১৭ মার্চ ২০২২

প্রবাসী মতলব সমিতির বর্ণাঢ্য অভিষেক

নিউইয়র্কে বর্ণিল আয়োজনে অভিষিক্ত হলেন প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন প্রবাসী মতলব সমিতির নবনির্বাচিত কর্মকর্তারা। উডসাইডের কুইন্স প্যালেসে গত ১৩ মার্চ সন্ধ্যায় এই অভিষেক অনুষ্ঠিত হয়। এরপর ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। 

বিদায়ী সাধারণ সম্পাদক ভবতোষ চন্দ্র সাহার পরিচালনায় নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সমিতির প্রধান উপদেষ্টা ফারুক মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের চেয়ারম্যান গিয়াস আহমেদ। 

বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি বোর্ড মেম্বার ফাহাদ সোলায়মান, বালাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী ও সাবেক নির্বাচন কমিশনার মো. ইউনুছ সরকার।

এছাড়া রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মো. ফখরুল ইসলাম মাসুম, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সিনিয়ার সহসভাপতি মিয়া মো. দুলাল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ