
বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশন তথা বাকা ও হৃদয়ে বাংলাদেশ-এর উদ্যোগে মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ মার্চ রাতে ব্রঙ্কসের বাংলাবাজার এভিনিউর এশিয়ান ড্রাইভিং স্কুল হলে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে লেখক শাহ বদরুজ্জামান রুহেলের কথা এবং বাউল কালা মিয়ার কন্ঠ ও সুরে ‘আমরা সবাই প্রবাসী’ শীর্ষক গানের রিলিজ করা হয়।
বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন স্তরের কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও লিডাররা।
এক পর্যায়ে বাকা-এর কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল ‘আমরা সবাই প্রবাসী’ গানের প্রেক্ষাপট তুলে ধরেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।