Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্কের উদ্যোগে সেমিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১১, ১৫ মার্চ ২০২২

আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্কের উদ্যোগে সেমিনার

আঞ্জুমানে আল ইসলাহ, নিউইয়র্ক স্টেট শাখার উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘পবিত্র শবে বরাতের তাৎপর্য ও মাহের রমজানের করণীয়’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয় গতকাল ১৩ মার্চ। 

কুইন্সের গাউসিয়া জামে মসজিদে মাগরেবের নামাজের পর থেকে রাত ১০টা পর্যন্ত এই আয়োজন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ-এর স্ট্যান্ডিং কমিটির সভাপতি আল্লামা জালাল সিদ্দিক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ-এর স্ট্যান্ডিং কমিটির সদস্য আল্লামা সৈয়দ সাজেদুল হক। সেমিনারে সভাপতিত্ব করেন আঞ্জুমানে আল ইসলাহ, নিউইয়র্ক স্টেট শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমদ। 

বক্তরা বলেন, মাহে রমজান একজন মুসলমানের জন্য বছরের পবিত্রতম অধ্যায়। এই সময়টাকে কাজে যে কাজে লাগাতে পারে না, তার মতো দুর্ভাগা আর নেই। তাই এখন থেকেই আমাদেরকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত হতে হবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ