
করোনাকালীন লকডাউন এবং উন্মুক্ত স্থানে অনুষ্ঠান আয়োজনে বিধিনিষেধ থাকার কারণে গত দুই বছর বন্ধ ছিল যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত প্রিয় অনুষ্ঠান ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড’।
সেই বিধিনিষেধ কেটে যাওয়ায় চলতি বছরের অক্টোবরে এই অ্যাওয়ার্ড আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এর আয়োজক আজগর হোসাইন খান বাবু। তার প্রতিষ্ঠান বিএনএস লজিস্টিক এই মেগা অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব নিয়েছে।
আজগর হোসাইন খান বাবু জানান, আমেরিকায় নতুন প্রজন্মের অনেকেই বেড়ে উঠছে যাদের জন্ম আমেরিকায়। কিন্তু তাদের পূর্বপুরুষ বাংলাদেশের।
তাদের কাছে বাংলাদেশের পরিচয় ও সংস্কৃতি তুলে ধরতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমেরিকায় ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড’র মেগা আয়োজন বাংলাদেশের চলচিত্র তারকা, সংগীতশিল্পী ও কলাকুশলীদের মিলনমেলায় রূপ নেয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।