জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা হস্তান্তর করেছেন পরিচালনা পরিষদ। গত ৬ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসে একটি চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে এই তালিকা হস্তান্তর করা হয়।
পরিচালনা পরিষদের পক্ষ থেকে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, সেক্রেটারি মিজানুর রহমান চৌধুরী শেফাজ ও পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এই তালিকা হস্তান্তর করেন।
তালিকা গ্রহণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম এবং নির্বাচন কমিশনার মিনহাজ আহম্মেদ সাম্মু ও সাব্বির আহমেদ।
তালিকায় সাধারণ ভোটারের সংখ্যা ১০ হাজার ৬৪৮ জন এবং লাইফ মেম্বার ও ভোটারের সংখ্যা ৪৪৪ জন। অর্থাৎ, মোট ভোটার ১১ হাজার ৯২ জন। এসোসিয়েশনের পরিচালনা পরিষদের পক্ষ থেকে এই তালিকা চ‚ড়ান্ত করা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।