
বাংলাদেশ থেকে ১৯৯৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করা যুক্তরাষ্ট্র প্রবাসীরা ফেসবুকের মাধ্যমে ঐক্যবদ্ধ হন ‘৯৩ আমেরিকা’ নামের একটি প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন সময় নানা আয়োজনের মধ্য দিয়ে একত্র হন সদস্যরা।
গত বছরের শেষদিকে জমজমাট পিঠা উৎসবের পর এবার ইফতার পার্টির আয়োজন করা হয়েছে ৯৩ আমেরিকা এর পক্ষ থেকে। আগামী ১৫ এপ্রিল এটি অনুষ্ঠিত হবে ব্রঙ্কসের গোল্ডের প্যালেসে। ব্রঙ্কসের বন্ধুদের তত্ত¡বধানে এই আয়োজন সম্পন্ন হবে।
ইতোমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। ৯৩ আমেরিকার পক্ষ থেকে এর সদস্য বন্ধুদের সবাইকে এই ইফতার পার্টিতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।