
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদে নিউইয়র্কে নাগরিক সমাজের ব্যানারে যুদ্ধবিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৫ মার্চ বিকেলে জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত র্যালিতে অনেকের হাতে ছিল যুদ্ধবিরোধী পোস্টার ও প্ল্যাকার্ড।
রাশিয়ার আগ্রাসনের তীুব্র নিন্দা জানিয়ে বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান তারা। প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহম্মদ উল্লাহর সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট কামাল হোসেন মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত হয় এই সমাবেশ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক মনজুর আহমদ, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা মোর্শেদ আলম, সহ সভাপতি ফাহিম রেজা নূর ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া।
এছাড়া অধ্যাপিকা হুসনে আরা, মোশাররফ হোসেন, মুমু আনসারী, আকবর হায়দার কিরন, মিনহাজ আহমেদ শাম্মু, আবু সাঈদ রতন, সনজিবন সরকার, আগা সালেহ, নিপা, রাসেল প্রমুখ বক্তব্য রাখেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।