মার্কিন কংগ্রেসে আসন্ন ডেমোক্রেটিক প্রাইমারীতে নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ৪ থেকে কংগ্রেসম্যান প্রার্থী বাংলাদেশী-আমেরিকান ডা. মুজিবুল হকের ভোটার স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চলছে। আগামী ৩ এপ্রিল পর্যন্ত এই কর্মসূচি চলবে।
নিউইয়র্কের হিলসাইড ইসলামিক সেন্টারে গত ৪ মার্চ শুক্রবার বাদ জুমা ব্যাপক আকারে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। ডা. মুজিবুল হক ছাড়াও ভোটার স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে অন্যদের মধ্যে অংশ নেন অ্যাসালের ন্যাশনাল প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- অ্যাসালের কর্মকর্তা জেড মাতালন, কমিউনিটি এক্টিভিস্ট এডভোকেট মজিবুর রহমান, এডভোকেট মতিউর রহমান, এমএএইচ হেলাল, রুমন প্রধান, ড. জাহিদ এবং মুনিরসহ আরও অনেকে।
ডা. মুজিবুল হক জানান, ব্যালেটে নাম অন্তর্ভূক্তির জন্য ১ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে ১ হাজার ২৫০ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে এবং ৪ এপ্রিল থেকে ৮ এপ্রিলের মধ্যে তা জমা দিতে হবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।