
জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল জ্যাকসন হাইটস ফ্রেন্ডস সোসাইটির নতুন কমিটির অভিষেক। গত ৫ মার্চ রাতে কুইন্স প্যালেসে এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়। নতুন কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান ডা. তৌহিদ শিবলী।
নবনির্বাচিত সভাপতি জিআর চৌধুরী লিটুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদ। ইভেন্ট কমিটির প্রধান সমন্বকারী কাজল মাহমুদ ও উপস্থাপিকা সাদিয়া খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিভিন্ন স্তরের কমিউনিটি লিডাররা।
বক্তব্য দিয়েছেন- কুইন্স ডেমক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, বাংলাদেশ সোসইটির ভাপপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী।
এছাড়া আরও বক্তব্য দেন- কমিউনিটি বোর্ড মেম্বার ফাহাদ সোলায়মান, শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, কমিউনিটি এক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ারসহ আরও অনেকে। অনুষ্ঠানের সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
এতে সঙ্গীত পরিবশেন করেন জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভীন, শাহ মাহবুব, ত্রিনিয়া হাসান প্রমুখ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।