
নিউইয়র্ক পুলিশের সদর দফতরে গত ৪ মার্চ অনুষ্ঠিত হয়ে গেলো নবাগত ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টদের গ্রাজুয়েশান। অনুষ্ঠানে ১৩৮ জন নতুন এজেন্ট পুলিশ একাডেমীর প্রশিক্ষন শেষ করে চাকুরীর দায়িত্ব গ্রহন করেন। উক্ত ১৩৮ জনের মধ্যে ৭৫ জন বাংলাদেশি।
প্রশিক্ষনকালে সবচেয়ে বেশী নাম্বার পেয়ে যিনি সেরা এজেন্ট হবার গৌরব অর্জন করেছেন তিনিও একজন বাংলাদেশি। তার নাম নুসরাত চৌধুরী। গ্রাজুয়েশান অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন চীফ অব দ্য ডিপার্টমেন্ট রোডনী কে হ্যারিসন।
এছাড়া প্রায় ২ ডজন সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা নবাগত এজেন্টদেরকে অভিনন্দন জানিয়েছেন।
ইউনিয়ন নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রিকি মরিসন, সকুনবি অলুফেমী, ডেরন ডেফ্রিটাস, সাঈদ ইসলাম, সৈয়দ উতবা, নিজাম উদ্দীন, কামরুজ্জামান এবং ইউনিয়নের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র এজেন্ট ও কম্যুনিটি এক্টিভিষ্ট খান শওকত।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।