
আদালতের স্থগিতাদেশে প্রায় ৩ বছর ঝুলে আছে বাংলাদেশ সোসাইটির নির্বাচন। এ অবস্থায় দ্রুত নির্বাচন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে সোসাইটির সবশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী নয়ন-আলী প্যানেল।
গত ৫ মার্চ সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় এটি অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য দেন প্যানেলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু নাসের।
পাশে ছিলেন পরিচালনা কমিটির কর্মকর্তা আলী ইমাম, ফারুক হোসেন মজুমদার, আহসান হাবিব ও আবু তালেব চৌধুরী চান্দু।
প্যানেলের সভাপতি প্রার্থী কাজী নয়ন বলেন, ‘নির্বাচন কমিশন যাতে দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানে সক্রিয় হয় সেজন্য আমাদেরকে আরও সোচ্চার হতে হবে।
সাধারণ সম্পাদক প্রার্থী ও বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, ‘আবারও মামলার আশংকায় নির্বাচন কমিশন হাত-পা গুটিয়ে রেখেছেন। এটি মেনে নেওয়া যায় না।’
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।