
নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা সাইফুল্লাহ ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ৬ মার্চ তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি জ্যামাইকায় ‘লিটল বাংলাদেশ এভিনিউ’-এর উদ্বোধনী অনুষ্ঠানের দিন একজন অবাঙালির হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেয়ার প্রতিবাদ করেন সাইফুল্লাহ ভূঁইয়া।
স্থানীয় কাউন্সিলম্যান জেমস এফ জিনারো অনুষ্ঠানের এক পর্যায়ে অবাঙালি মোহাম্মদ হকের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছিলেন।
সাইফুল্লাহ ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি মোহাম্মদ হককে হুমকি দিয়েছেন। উল্লেখ্য, ‘লিটল বাংলাদেশ এভিনিউ’-এর উদ্বোধনী অনুষ্ঠানের বিশৃঙ্খলাসহ নানা ঘটনায় বাংলাদেশী কমিউনিটি ক্ষুব্ধ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।