
নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিতভাবে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মিলিত ব্রঙ্কবাসীর উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হবে। এ উপলক্ষে গতকাল ৬ মার্চ একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ব্রঙ্কসের খলিল পার্টি সেন্টারে।
এতে কমিটির দায়িত্বশীলরা ছাড়াও বিভিন্ন স্তরের কমিউনিটি অ্যাক্টিভিস্টরা উপস্থিত ছিলেন। সভায় কমিউনিটি লিডার মোহাম্মদ এন মজুমদার তার বক্তব্যে বলেন, কমিউনিটিকে আমরা এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই, যেটাকে সবাই স্মরণ রাখবে।
মোহাম্মদ এন মজুমদার বলেন, আমরা আমাদের ছেলেমেয়েদের জানাতে চাই, আমরা কোথা থেকে এসেছি, আমাদের দেশ কোনটা এবং কীভাবে সেটা স্বাধীন হয়েছে।
‘এখন করোনার বিধিনিষেধ নেই, সুতরাং অনুষ্ঠান সফল করতে বড় কোনো সমস্যাও হওয়ার কথা নয়। যদি প্রত্যেকে নিজেদের দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারি, তাহলে অবশ্যই ভালো অনুষ্ঠান উপহার দেয়া সম্ভব।’
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।