
গত দুই দশকের অভিজ্ঞতায় ঋদ্ধ একটি প্রতিষ্ঠানের নাম মাদানি হজ গ্রুপ ইউএসএ। সম্প্রতি প্রতিষ্ঠানটির উদ্যোগে ওমরাহ-২০২২ এর ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের ব্রঙ্কসের খলিল বিরিয়ানি হাউসের পার্টি হলে এটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ওমরাহ যাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শায়েখ জাকির আহমেদ। দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদানের পাশাপাশি তিনি হাতে-কলমে যাত্রীদের ওমরাহ হজের বিভিন্ন নিয়ম-কানুন শিখিয়ে দেন।
এমন প্রশিক্ষণ পেয়ে মাদানি হজ গ্রুপ ইউএসএকে ধন্যবাদ জানিয়েছেন যাত্রীরা। ওমরাহ যাত্রীদের প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন ছারছীনা দরবার শরীফের বড় হুজুর শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী এবং মাদানি হজ গ্রুপ ইউএসএ-এর সিইও মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ।
অনুষ্ঠান শেষে ওমরাহ যাত্রীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেছেন শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।