Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ব্রুকলিনে বাংলাদেশি নুরুল হকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ৪ মার্চ ২০২২

ব্রুকলিনে বাংলাদেশি নুরুল হকের ওপর হামলা

ব্রুকলিনে মো. নুরুল হক নামে এক বাংলাদেশি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। জানা গেছে, গত ১ মার্চ সন্ধ্যায় নুরুল হক তার কর্মস্থল ব্রুকলিনের কবির বেকারি থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে কেরল স্ট্রিট সাবওয়ের ভেতর দুষ্কৃতকারীর অতর্কিত হামলার শিকার হন। 

উপর্যপুরি হামলায় তিনি মারাত্মকভাবে জখম হয়েছেন। পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নুরুল হক জ্যামাইকার ১৬৮ প্লেসে বসবাস করেন।

হামলার কারণ জানা না গেলেও এ ঘটনাকে হেইট ক্রাইম বলে ধারণা করা হচ্ছে। কমিউনিটির নেতৃবৃন্দ এই সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ