
যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে মতবিনিময় সভা করেছে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা। গত ২৮ ফেব্রুয়ারি উডসাইডের গুলশান টেরেসে ‘উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশ এবং সিলেটের উন্নয়ন’ শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আব্দুল মালেক খান লায়েকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেল ও জেড চৌধুরী জুয়েলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি ড. মনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মনিরুল ইসলাম এবং বিশিষ্ট শিল্পপতি জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটর্নী সোমা সাঈদ, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ফার্স্ট সেক্রেটারি নুর-ই এলাহি মিনা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, সহ সভাপতি সৈয়দ বশারত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুনসহ আরও অনেকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।