
ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে চ্যানেল-৭৮৬ এর উদ্যোগে অমর একুশে কুইজের আয়োজন করা হয়েছিল। এই আয়োজনে স্পন্সর হিসেবে ছিল কোর ক্রেডিট রিপেয়ার। মাসব্যাপী চলা এই কুইজ শেষে এবার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
সৌভাগ্যবান বিজয়ীরা হলেন- তাইয়েবা তাসকিন লামিয়া, আবদুল্লাহ আল ইমরান, আনাস বিল্লাহ, সামান্তা সিদ্দিক, সাদিয়া ইসলাম রিয়া, মিতু রহমান, ফারিয়া খান ফাইজা, হাসান জামিল মুনতাসির, উম্মে কুলসুম বৃষ্টি, নাসরিন সুলতানা মনি, লুবনা খান, মালমুনা জান্নাত মিম, সানজিদা আক্তার রুমা।
চ্যানেল-৭৮৬ এর পক্ষ থেকে বিজয়ীদের শুভেচ্ছা জানানো হয়েছে এবং বিজয়ীদের ঠিকানায় শিগগিরই নির্ধারিত পুরস্কার পৌঁছে যাবে বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এমন কুইজ চালু রাখা হবে। পুরো আয়োজনে স্পন্সর হিসেবে থাকা কোর ক্রেডিট রিপেয়ারের ক্রেডিট কনসালটেন্ট মোহাম্মদ এ কাশেম বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।