Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৯, ১ মার্চ ২০২২

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব তথা এবিপিসি-এর ২০২২-২০২৪ মেয়াদের নয়া কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গতকাল ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডে অবস্থিত গুলশান টেরেস মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

এবিপিসির বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, পেনসিলভেনিয়া স্টেটের মিলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব। 

এছাড়া আরও বক্তব্য রাখেন- কাউন্সিলম্যান মোশারফ হোসেন, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি ড. মনোয়ার হোসেন, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মনিরুল ইসলাম, ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার এ জেড এম সাজ্জাদ হোসেন।

চ্যানেল আই-এর পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন, ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী, কবি ও কলামিস্ট ফকির ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, কুইন্স বরো প্রেসিডেন্টের ডেলিগেট ফাহাদ সোলায়মান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়াসহ আরও অনেকে বক্তব্য রাখেন। 

বক্তারা এবিপিসির অভিষিক্ত কর্মকর্তাগণকে শুভেচ্ছা জানান এবং দেশ ও প্রবাসের ইতিবাচক ইমেজ উপস্থাপনে সাংবাদিকতা অব্যাহত রাখার অনুরোধ জানান।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ