
বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের ইউএসএ-এর উদ্যোগে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় তথা এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি এই সার্বজনীন সংবর্ধনার আয়োজন করা হয়।
উডসাইডের গুলশান ট্যারেসে আয়োজিত এই অনুষ্ঠানে লাকসাম ফাউন্ডেশনের সদস্য ছাড়াও প্রবাসের গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মশিউর রহমান মজুমদার।
মন্ত্রী মো. তাজুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেন বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ-এর উপদেষ্টা মন্ডলীর সদস্যরা। লাকসামের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।