
নিউইয়র্ক পুলিশ বিভাগ তথা এনওয়াইপিডি-এর ‘ক্যাপ্টেন’ হলেন সিলেটের সন্তান মিলাদ খান। এ নিয়ে এখন পর্যন্ত ৪ জন বাংলাদেশি সংস্থাটিতে ক্যাপ্টেন হয়েছেন। সম্প্রতি মিলাদ খানের পাশাপাশি এনওয়াইপিডিতে আরও ৪ বাংলাদেশি কর্মকর্তার প্রোমোশন হয়েছে।
লেফটেন্যান্ট পদে পদোন্নতি পান সার্জেন্ট মাহবুবুর খান সুহেল। এছাড়া হাফিজ রহমান, তানভীর চৌধুরী ও সৈয়দ শাহ সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন।
এনওয়াইপিডির পুলিশ একাডেমিতে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে পদোন্নতি প্রাপ্তদের হাতে সার্টিফিকেট তুলে দেন পুলিশ কমিশনার কীচেন্ট সিওয়েল।
বর্তমানে চারশ বাংলাদেশি পুলিশ কর্মকর্তা রয়েছেন এনওয়াইপিডিতে। তাদের মধ্যে চারজন ক্যাপ্টেন, ১৫জন লেফটেন্যান্ট, ৩৫ জন সার্জেন্ট, ১২ জন ডিটেক্টিভ ও অন্যরা অফিসার পদে কর্মরত। এছাড়া ট্রাফিক বিভাগে ম্যানেজার ও সুপাইভাইজারসহ এজেন্ট হিসাবে কর্মরত রয়েছেন আরো সহস্রাধিক।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।