
নিউইয়র্কে মুলধারার ৩টি বাংলাদেশি সংগঠন- নিউ অ্যামেরিকান ডেমোক্রেটিক ক্লাব, নিউ অ্যামেরিকান উইমেন ফোরাম ও নিউ অ্যামেরিকান ইয়ুথ ফোরাম-এর বার্ষিক ডিনার ও বর্ষবরণের প্রস্তুতি শেষ হয়েছে।
গত ১৮ ফেব্রুয়ারি এ উপলক্ষে জ্যামাইকার কস্তুরি রেস্টুরেন্টে এক পর্যালাচনা সভা শেষে এ কথা জানান নিউ অ্যামেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রেসিডেন্ট মোর্শেদ আলম।
তিনি বলেন, আমাদের সবরকম প্রস্তুতি থাকা সত্ত্বেও করোনার কারণে অনুষ্ঠানটি পিছিয়েছিলাম। পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি হওয়ায় আগামী ১৮ মার্চ লাগুর্ডিয়া ম্যারিয়টে এটি অনুষ্ঠিত হবে।
আমাদের এই বার্ষিক ডিনার ও বর্ষবরণ অনুষ্ঠানের অন্তর্নিহিত উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের মুলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটিকে আরও বেশি সম্পৃক্ত করা।
এবারের আয়োজনে মুলধারার উল্লেখযোগ্য সংখ্যক বড় মাপের রাজনীতিবিদ যোগদানের ব্যাপারে নিশ্চিত করেছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।