
শো টাইম মিউজিকের উদ্যোগে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ও সাংস্কৃতিক পরিবেশনা। গতকাল ১৯ ফেব্রুয়ারি কুইন্স প্যালেসে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত এই আয়োজন সম্পন্ন হয়। এতে প্রায় ৫০ থেকে ৬০ রকমের পিঠার পসরা সাজিয়েছেন আয়োজকরা।
পিঠা উৎসবের পাশাপাশি ছিল জমজমাট ফ্যাশন শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ এবং প্রবাসের একঝাক তারকা কণ্ঠশিল্পী সঙ্গীত পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেছেন অনুপ দাস ড্যান্স একাডেমী।
এছাড়া আকার্ষণীয় ফ্যাশন শো-এর আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে ছিল বিভিন্ন রকম শাড়ি-কাপড় ও জুয়েলারি স্টল। মূল আকর্ষণ হিসেবে ছিল বাংলাদেশের বিভিন্ন জেলার রকমারি পিঠা।
শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। আজ ২০ ফেব্রæয়ারি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করবে শো টাইম মিউজিক।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।