Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির কোভিড সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৯, ১৯ ফেব্রুয়ারি ২০২২

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির কোভিড সামগ্রী বিতরণ

নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির স্বনামধন্য আঞ্চলিক সংগঠন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কোভিড সামগ্রী বিতরণ করা হয়েছে। 

কর্মসূচির মধ্যে ছিল হোম কিটস বিতরণ, কোভিড টেস্টিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং স্টেট ও সিটির বাসাভাড়া সংক্রান্ত নিয়ম কানুন সংবলিত লিফলেট বিতরণ। গতকাল ১৮ ফেব্রুয়ারি বাদ জুম্মা আল আমিন জামে মসজিদের সামনে এই কর্মসূচি পালন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট এসেম্বলিম্যান জাহান মামদানি। উপস্থিত ছিলেন- এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা দেওয়ান শাহেদ চৌধুরী, সহ-সভাপতি কয়েস আহমেদ, কোষাধ্যক্ষ ইমদাদ রহমান, সদস্য এহসানুল হক, সাব্বির আহমেদ, আবু সোলায়মান, আব্দুল মোমেনসহ আরও অনেকে। 

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনের পরিচালনায় প্রায় ৩ শতাধিক মানুষের হাতে কোভিড সামগ্রী তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন কর্মসূচি চলমান থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ