
যুক্তরাষ্ট্র সফররত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ এডভোকেট মোঃ আলমগীর চৌধুরীকে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে যুক্তরাষ্ট্র হবিগঞ্জবাসী উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় সংবর্ধিত আলমগীর চৌধুরী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, হবিগঞ্জ এখন আর অবহেলিত জনপদ নয়। শিক্ষা, চিকিৎসা আর অবকাঠামোগত উন্নয়নে সারাদেশের মধ্যে এক দৃষ্টান্ত।
‘শিল্প বিকাশের ফলে মাধবপুর থেকে বাহুবল পর্যন্ত এখন দেশের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠানে ভরপুর।’
নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক এম উদ্দিন আলমগীরের সভাপতিত্বে ও অনুষ্ঠান উপস্থাপনা করেন সদস্য সচিব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।