নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আব্দুল হাসেম হাসনুর বড় ভাই আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন। গতকাল ১৬ ফেব্রুয়ারি বেলা ২টা ৩৯ মিনিটে নিউইয়র্কের লেনেক্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। মরহুমের দেশের বাড়ী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর।
মরহুম আব্দুল হান্নান হানু মিয়ার নামাজে জানাজা আজ ১৭ ফেব্রুয়ারি পার্কচেষ্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার মরদেহ বাংলাদেশে নিজ গ্রামে দাফন করা হবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।