Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাফার নতুন নির্বাহী পরিচালক মারজিয়া স্মৃতি 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৮, ১৭ ফেব্রুয়ারি ২০২২

বাফার নতুন নির্বাহী পরিচালক মারজিয়া স্মৃতি 

নিউইয়র্কের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস তথা বাফার নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মারজিয়া স্মৃতি। 

গত ১৩ ফেব্রুয়ারি ব্রঙ্কসের স্টার্লিং এভিনিউতে অবস্থিত বাফা কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মারজিয়া স্মৃতির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। তার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক অধ্যাপক মতলুব আলী। 

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন- কৌশিক আহমেদ, নাজমুল আহসান, ইব্রাহিম চৌধুরী খোকন, আবু তাহের, লাভলু আনসার, আব্দুস শহীদ, আব্দুর রহমান বাদশাহ, হাবিব রহমান, রাশেদ আহমেদ, শাহাব উদ্দিন সাগর, শিবলী চৌধুরী কায়েসসহ আরও অনেকে। 

২০১২ সালে নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে বাফার যাত্রা শুরু হয়। গত এক দশকে বাংলাদেশি সংগঠন হিসেবে দাপটের সাথেই এগিয়ে চলছে বাফা। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সাথে নানা ধরনের নাগরিক ও সামাজিক বিষয়ে কাজ করছে সংগঠনটি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ