Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মাতৃভাষা ও স্বাধীনতা দিবসে বঙ্গমাতা পরিষদের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১২, ১৭ ফেব্রুয়ারি ২০২২

মাতৃভাষা ও স্বাধীনতা দিবসে বঙ্গমাতা পরিষদের কর্মসূচি

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ। গত ১২ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সভাপতি ডা. মো. ইনামুল হক। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ। 

বাংলাদেশের ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরের সাথে সময় মিলিয়ে নিউইয়র্কের ২০শে ফেব্রুয়ারি দুপুরে জাতিসংঘের সামনে পুষ্পস্তবক অর্পণ করার সিদ্ধান্ত হয়। 

এছাড়া পেশাজীবী সমন্বয় পরিষদ যুক্তরাষ্ট্র ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ